সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে ২১৩ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেড়া খাড়ুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার বেড়া খাড়ুয়া গ্রামের আতিকুর রহমান বাকির ছেলে আশিকুর রহমান অনিক (২৮), একই গ্রামের তাইফুর রহমান সিজারের ছেলে শাহরিয়ার রহমান জয় (২২), দেলুয়া গ্রামের বাহাজ প্রামাণিকের ছেলে কাশেম আলী (৩২) ও একই গ্রামের মাহবুব রাজের ছেলে জামাল উদ্দিন (৪৫)।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া খাড়ুয়া গ্রামের আতিকুল ইসলাম বাকির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ২১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস