দেশজুড়ে

ঘুড়ি উড়িয়ে বর্ষবরণ উদযাপন

বর্ষবরণ উপলক্ষে শনিবার মাগুরায় কুমার নদীর পাড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থানের ৬০ জন ঘুড়ি নিয়ে অংশ নেন। ঘুড়ি ওড়ানো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ।

আবহমানকাল ধরে ঢোল, বক্স, চরকি, লেজ, আগুন পাখিসহ নানা রঙের ঘুড়ি এদেশের মানুষের বিনোদনের খোরাক জুগিয়েছে। কিন্তু কালের বিবর্তনে মানুষ আজ এই ঐতিহ্যবাহী খেলা ভুলতে বসেছে বলে জানান ঘুড়িপ্রেমীরা।

আয়োজক কমিটির সভাপতি তুহিন হোসেন জাগো নিউজকে বলেন, বর্ষবরণ ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি টিকিয়ে রাখতে এর আয়োজন করা হয়েছে।

এ বছরের ন্যায় প্রতিবছর ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছেন ঘুড়িপ্রেমীরা।

আরাফাত হোসেন/এফএ/জেআইএম