দেশজুড়ে

কলমাকান্দায় শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার

নেত্রকোনার কলমাকান্দায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের ওই মেয়েটি উপজেলার কয়রা নানার বাড়িতে বেড়াতে এসে দুপুর বৃষ্টির সময় এলাকার নির্মাণাধীন একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় এই গ্রামের মৃত শাহ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫) তাকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে কলমাকান্দা সদর হাসপাতালে ভর্তি করে। এরপর তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাবার পর অভিযান চালিয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছি।

কামাল হোসাইন/আরএআর/আরআইপি