পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন (নৌকা) নির্বাচিত হয়েছেন।
গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাজ্জাদ হোসেন (রিয়াদ) ৪ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শিপলু খান ধানের শীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৩৭ ভোট।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস