মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল হাসিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকার কাছে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম