দীর্ঘ প্রতীক্ষার পর ছিটমহলবাসীরা তাদের জাতিসত্তার স্বীকৃতি পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার রাতে এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, দীর্ঘ ৬৮ বছর পর তারা তাদের পরিচয়, নির্দিষ্ট ভূখন্ডে বসবাসের সুযোগ এবং প্রিয় মাতৃভূমির জাতীয় পতাকা ও মানচিত্র পেয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যান্য নাগরিকদের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার সরকার সে ধরনের ব্যবস্থাই গ্রহণ করবে।১৯৭৪ সালের ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার মধ্য রাতে বাংলাদেশ ও ভারত ছিটমহল বিনিময় করে।# ওরা এখন বাংলাদেশি # ছিটমহল বিনিময় : ভারতে যাওয়ার সময়সীমা ৩০ নভেম্বর# ৬৮ বছর পর আলোর মুখ দেখলো ছিটমহলবাসীএআরএস