দেশজুড়ে

মাদারীপুরে ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের ঘটকচর-কলাবাড়ী এলাকায় ট্রাকচাপায় আলেফ সরদার (৩০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা আরেক যাত্রী ও চালক আহত হয়েছেন। রোববার সকালে ঘটকচর-কলাবাড়ি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটকচর থেকে তালতলা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত ভ্যানে আলেফ সরদার ও তার স্ত্রী রওনা দেন। ঘটকচর পেট্রোল পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী আলেফ সরদার নিহত হন। এ সময় নিহতের স্ত্রী চায়না বেগম ও চালক ইউসুফ হোসেন আহত হন। নিহত আলেফ সরদার কেন্দুয়া ইউনিয়নের তালতলা গ্রামের রহমান সরদারের ছেলে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাসিরুল হক/এফএ/জেআইএম