দেশজুড়ে

পটুয়াখালীতে ১২ লাখ চিংড়ি রেণু জব্দ, ৫ ব্যক্তির কারাদণ্ড

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ গলদা রেণু পোনা জব্দ করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে গলাচিপার পৃথক স্থানে এ অভিযান তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌছিফ আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার খালিদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে গলাচিপা পৌরশহরের পুরান লঞ্চঘাট ও রতনদি তালতলী ইউনিয়নের বদনাতলী লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ গলদা রেণু পোনাসহ ইব্রাহিম (৪৫), সাহেব আলী (৪০), রুস্তুম (৫০), সজিব (৩০) ও শরিফকে (২৫) গ্রেফতার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌছিফ আহমেদের আদালতে হাজির করা হলে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে ১৫ থেকে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়। জব্দ পোনা বুড়াগৌরাঙ্গ ও রামনাবাদ নদীতে অবমুক্ত করে দেয়া হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম