দেশজুড়ে

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের আত্মহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে মিঠুন নন্দী (২৭) নামে এক স্কুলশিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার ভোররাতে বাড়ির পাশে লিচু গাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

মিঠুন নন্দী কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাম চন্দ্র নন্দীর ছেলে এবং চৌমুহুনী আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

মিঠুন নন্দীর পারিবারের সদস্যরা জানান, তিনি কিছুদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সকলের অগোচরে ভোররাতে তিনি আত্মহত্যা করেছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ শেষকৃত্যের অনুমতি দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস