চার ধরনের মেয়ে পাওয়া অসম্ভব
পৃথিবীতে চার ধরনের মেয়ে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব! ১. যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে কখনোই মিসডকল কখনোই দেয় না! ২. যে মেয়ে শপিং করতে পছন্দ করে না!৩. যে মেয়ের মনে কোনো হিংসা নেই! ৪. যে মেয়ে উপরের তিনটি ধরন পড়ার পরেও মাথা ঠান্ডা রাখতে পারে!
আরও পড়ুন- আজকের জোকস : বাসর রাতে স্ত্রীর মুখে দুর্গন্ধ
****
ছেলে আর মেয়ে মাছি
ছেলে : মা, একটা ছেলে আর একটা মেয়ে মাছি ঘরে ঢুকেছে।
মা : কী করে বুঝলি?
ছেলে : মেয়েটা তোমার মতো ড্রেসিং টেবিলের সামনে ঘুরঘুর করছে। আর ছেলেটা বাবার মদের বোতলে বসে আছে।
আরও পড়ুন- আজকের জোকস : অন্যের প্রেমিকাকে বিয়ে
****
জলদি রুটি বানিয়ে ফেলো
স্বামী : আমার খুব ক্ষুধা পেয়েছে।
স্ত্রী : আমি আজকে ভীষণ অসুস্থ।
স্বামী : তাই নাকি! আমি আরও ভাবলাম, তোমাকে নিয়ে আজ কেএফসিতে বার্গার খাবো।
স্ত্রী : আরে বোকা, আমি তো দুষ্টুমি করছিলাম।
স্বামী : আরে পাগলি, তুমি কী মনে করেছো? আমি দুষ্টুমি করতে জানি না? যাও জলদি রুটি বানিয়ে ফেলো।
এসইউ/জেআইএম