দেশজুড়ে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সোনারমোড় ও শ্যামনগর-কাশিমাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার সোনাখালী গ্রামের মইজউদ্দিন কাজির মেয়ে আয়সা মনি ও কাশিমাড়ি গ্রামের মৃত. ফকির মিস্ত্রির ছেলে ওমর আলী (৬০)।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, শ্যামনগর-কাশিমাড়ি সড়কে মোটরসাইকেল চাপায় পথচারী ওমর আলী ও সোনারমোড়ে ট্রাক্টরচাপায় স্কুলশিক্ষার্থী আয়শা মনি নিহত হয়। ঘটনার পরপরই গাড়ির চালকরা পালিয়ে যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম