সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগম শিরশনি গ্রামের মৃত শওকত আলী মোড়লের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে রিজিয়া বেগম বাড়ির পাশে মফিজুল ইসলামের পোল্ট্রির ফার্মে শিয়াল মারার জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তারে স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস