ভল্টে থাকে না স্বর্ণ এবংচুমুরা থাকে না ঠোঁটেচুলায় মেলে না গ্যাসের দেখাভোটার থাকে না ভোটে!
খনিতে থাকে না কয়লা যদিওময়লা রয়েছে মনেমাছেরা থাকে না নদীতে এবংগাছেরা থাকে না বনে!
খোকন থাকে না মায়ের কোলেতে আসামি থাকে না জেলেছাত্রের হাতে কলম থাকে নাহাতুড়ির দেখা মেলে!
ডাক্তার থাকে না হাসপাতালেরাস্তা থাকে না খালিরডগুলো সব বাঁশ হয়ে যায়সিমেন্টও হয় বালি!
গরিবের মধু জমা হয় গিয়ে লোভীদের মৌচাকেনা থাকার ভিরে শুধু বুক চিড়েদীর্ঘশ্বাসই থাকে!
এইচআর/এমএস