সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের আমির ডা. মো. মাহমুদুল হককে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডা. মাহমুদুল হক উপজেলার জেয়ালানলতা গ্রামের মৃত শেখ শামছুদ্দীনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত তালা উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ডা. মাহমুদুল হকের বিরুদ্ধে নাশকতা, রাষ্ট্রদ্রোহসহ নানা ধরনের মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস