দেশজুড়ে

আমের ট্রাকে ৫৫০ বোতল ফেনসিডিল

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় ৫৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানি ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উল্লাপাড়ার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের রামারচড় চৌরাস্তায় ঢাকাগামী একটি আমের ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গাংগবাড়ীর লতিফুল রহমানের ছেলে নয়ন মিয়া (২৯) একই উপজেলার ফরিদপুর গ্রামের ময়াজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৩২)।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর