সিরাজগঞ্জের তাড়াশে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে আরমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান চৌড়া গ্রামের বাবলু শেখের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সন্ধ্যার দিকে বাবলু শেখের দুই ছেলে আরমান ও স্বপনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই স্বপন আরমানকে ধাক্কা দিলে সে পড়ে যায়। এতে আরমান আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি