স্কাউটের ওরিয়েন্টেশন প্রোগ্রামে হাজী নান্নার বিরিয়ানি খেয়ে সিরাজগঞ্জে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অর্ধশতাধিক শিক্ষক অসুস্থ্ হয়ে পড়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পিটিআই সিরাজগঞ্জের সুপারিনটেনডেন্ট আব্দুল কুদ্দুছ জানান, সোমবার জেলা স্কাউটের আয়োজনে একটি ওরিয়েনটেশন প্রোগ্রাম চলছিল। দিনব্যাপী এই প্রোগ্রামে ১৯০ জন শিক্ষকসহ মোট ২২২ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুপুরের খাবার হিসেবে হাজী নান্নার বিরিয়ানি দেয়া হয়েছিল। খাওয়ার পর থেকেই প্রায় কিছু শিক্ষক অসুস্থ্ হয়ে পড়ে। গতকালই তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। এদিকে মঙ্গলবার দুপুরেও বিরিয়ানি খেয়ে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, ফুড পয়জনিংয়ে বেশ কিছু শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে প্রায় ১৫/২০ জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সবাই শঙ্কা মুক্ত।
ভারপ্রাপ্ত সুপার ও অসুস্থ প্রশিক্ষণার্থীরা জানান, ওরিয়েন্টেশনে বাজেটের টাকা বাঁচিয়ে হাজী নান্নার নিম্নমানের বিরিয়ানি দেয়া হয়েছিল। এ কারণেই শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েছে।
সিরাজগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ২২২ জন ওই খাবার খেয়েছিলেন। তাদের মধ্যে প্রায় ৬৫-৭০ জন ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে পড়েছে। বিষয়টি জানার পর ওই হোটেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।
জেলা স্কাউটের সম্পাদক ছানোয়ার হোসেন জানান, আমরা প্রায় অনুষ্ঠানেই নান্না বিরিয়ানি থেকে খাবার সরবরাহ করি। এ ধরনের সমস্যা এর আগে হয়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ হাজী নান্না বিরিয়ানির মালিক ফরহাদ হোসেনের মুঠোফোন (০১৭৯৯-৩২১০৩০)-এ বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার এক কর্মচারী মুঠোফোন রিসিভ করে জানান, তাদের মালিক ফরহাদ হোসেন এ ঘটনার পর থেকেই প্রতিষ্ঠানে আসেননি। একথা বলেই মুঠোফোন কেটে দেন।
ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/আরআইপি