দেশজুড়ে

ওয়ান ইলেভেনের কুশীলবরা জোট করার নামে চক্রান্ত শুরু করেছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের সময় এলেই ওয়ান ইলেভেনের কুশীলব এবং তাদের দোসররা ষড়যন্ত্রে মেতে ওঠে। এবারও তারা নির্বাচনকে সামনে রেখে জোট করার নামে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছে।

শনিবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, জোট করেন অসুবিধা নেই, কিন্তু সাবধান ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করলে এক বিন্দু ছাড় দেয়া হবে না। মাঠে ময়দানে প্রতিহত করা হবে। যতই ষড়যন্ত্র করেন নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। এর বাইরে চিন্তার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে চেঁচিয়ে লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গোরস্থানে চলে গেছে। তা আর কোনো দিন ফিরে আসবে না। তাই ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তারা সেই ভুল আর করবে না।

নাসিম বলেন, আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশ না নিলে বিএনপির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, বিএনপি গত নির্বাচনে অংশ না নেয়ায় আমরা ফাঁকা মাঠে গোল দিয়েছি। কিন্তু ফাঁকা মাঠে খেলে মজা নেই। তাই আমরা চাই বিএনপি এবারে নির্বাচনে অংশ নেবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী হবে। জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছে, জঙ্গিবাদ নির্মূল করেছে। দেশে একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জনগণের আস্থা অর্জন করেছে। এজন্য ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং আওয়ামী লীগকে আবারও বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

নাসিম বলেন, দীর্ঘ মেয়াদি সরকার না থাকলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা থাকে না। মালয়েশিয়ায় মাহাথীর মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের শিখরে নিয়েছেন। সিঙ্গাপুরের সরকার ২০ বছর ক্ষমতায় থেকে সে দেশকে উন্নতির শিখরে নিয়ে গেছে। তাই আগামীতেও শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হবে।

পাবনা -১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক শিল্প মন্ত্রী ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, স্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মহিত, কমিউনিস্ট পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসাপাতালের চেয়ারম্যান এবং মিসেস নাসিম লায়লা আরজুমান্দ বানু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হেসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা হাসান আলী খান, রবিউল করিম হিরু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিক হাসান টিপু প্রমুখ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাঁথিয়ার সোনাতলা গ্রামে খোরশেদ আলম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মহিত,পাবনার সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, পাবনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাসুদা একরাম উপস্থিত ছিলেন।

একে জামান/আরএআর/আরআইপি