ঝিনাইদহের শৈলকুপায় সিমেন্ট সিলিন্ডারের ট্রাক ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিমেন্ট সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ট্রাক দুটি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে সিমেন্ট সিলিন্ডার ট্রাকটির সঙ্গে অপরদিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্ট সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে ট্রাক দুটি পুড়ে যায়।
পরে খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ১ ঘণ্টা খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সকল যান চলাচল বন্ধ ছিল। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর