গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে খুরা রোগে আক্রান্ত হয়ে গত সাতদিনে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। একই রোগে আক্রান্ত হয়েছে শতাধিক গরু।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে উপজেলার বেলকা গ্রামের রাজেন্দ্র কুমারের একটি, বিকেলে প্রভাত কুমারের একটি, সোমবার চান্দ মিয়ার দুটি এবং আরেক প্রতিবেশীর একটি গরু খুরা রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলবেষ্টিত এলাকায় এ রোগ ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে খুরা রোগে আক্রান্ত হয়েছে শতাধিক গরু। তবে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সহযোগিতা পাননি তারা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, ভাইরাসজনিত কারণে গরু খুরা রোগে আক্রান্ত হয়। কিন্তু এ রোগে গরু মারা যাওয়ার কথা না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।
এএম/এমএস