দেশজুড়ে

পাবনার ৫টি আসনেই বিপুল ভোটে আ.লীগের জয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনেই বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সবকটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা।

এর মধ্যে পাবনা-১ আসনের ১২০টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু (নৌকা মার্কা) পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ৩৯১ভোট।

পাবনা-২ আসনের ১০৩টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আহমেদ ফিরোজ কবির (নৌকা মার্কা) পেয়েছেন ২ লাখ ৪২ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

পাবনা-৩ আসনে ১৭১টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন (নৌকা মার্কা) পেয়েছেন ৩ লাখ ১ হাজার ৯৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী একেএম আনোয়ারুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৫৬ হাজার ৮২০ ভোট।

পাবনা-৪ আসনে ১২৯টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী শামসুর রহমান শরীফ ডিলু (নৌকা মার্কা) পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) পেয়েছেন ৪৮ হাজার ৭৭৬ ভোট।

পাবনা-৫ আসনের ১৪৪টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক প্রিন্স (নৌকা মার্কা) পেয়েছেন ৩ লাখ ২১ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাওলানা ইকবাল হুসাইন (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ২৮৩ ভোট।

একে জামান/আরএআর/জেআইএম