ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে স্থানীয় এক স্কুলছাত্রীকে মুদি দোকানে নিয়ে যান দোকানি। এরপর মেয়েটিকে কুপ্রস্তাব দেন তিনি। এতে মেয়েটি রাজি না হলে তাকে যৌন হয়রানি করেন ওই দোকানি। এমন অভিযোগে মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দোকানির নাম মাহবুব সরদার। (৫৫)। তিনি আশাশুনি উপজেলার সোদকনা গ্রামের মৃত জালাল সরদারের ছেলে। তার মুদি দোকানটি সোদকনা বাজারে অবস্থিত।
ওই অভিযোগ পাওয়ার পর শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সোদকনা গ্রামের নিজ বাড়ি থেকে মাহবুব সরদারকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে বলেন, মেয়েটি বিদ্যালয়ে যাতায়াতের সময় মুদি দোকানি তাকে উত্ত্যক্ত করত। গত ২ এপ্রিল মেয়েটি বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় তাকে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে যান মাহবুব। এরপর কুপ্রস্তাব দেন। শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়ে যৌন হায়রানি করেন।
ওসি আরও বলেন, বিদ্যালয়ে যাতায়াতের সুবাদে দোকানে কেনাবেচার মাধ্যমে তাদের পরিচয়। পরিচয়ের পর থেকেই ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল মাহবুব সরদার। মুদি দোকানি মাহবুবের স্ত্রী, ছেলে-মেয়ে রয়েছে। তার বয়সও অনেক তবে চরিত্রহীন। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই অভিযোগটি এজাহারভুক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে।
আকরামুল ইসলাম/জেডএ/এমকেএইচ