সবাইকে ইসলামি হুকুমত অনুযায়ী চলার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, যারা আলেমদের সঙ্গে থাকে তারা জান্নাতের পথে থাকে। তাই তাদের কোনো ভয় নাই।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটি আয়োজিত এক ইসলামি সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় আল্লামা শাহ আহমদ শফী সবাইকে ইসলামের পথে আসার এবং দেশের আলেম সমাজের পথ অনুসরণ করার আহ্বান জানান।
নাটোর জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ বিভিন্ন স্থান থেকে আসা আলেম-ওলামারা বক্তব্য দেন।
এর আগে আল্লামা শাহ আহমদ শফী নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় একটি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ