দেশজুড়ে

চাল নিয়ে চালবাজিতে চেয়ারম্যান বনাম মেম্বার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনোয়ারের বিরুদ্ধে ১৬৫ বস্তা ভিজিএফের চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। চাল আত্মসাতের ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি ওই ইউনিয়নে এক হাজার ৬৫০ জন হতদরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। সরকারি বিধান মতে প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেয়ার বিধান থাকলেও ১৩ কেজি করে দেয়া হয়। এভাবে ওই ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আনোয়ার ১৬৫ বস্তা চাল আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ ব্যাপারে ওই চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মির্জাপুর খাদ্য গুদাম থেকে ইউনিয়ন পরিষদে চাল নেয়ার সময় বস্তা ছিড়ে কিছু পরিমাণ চাল পড়ে যায়। পরে স্ট্রাইকিং অফিসারের উপস্থিতিতে প্রতিজনকে ১৪ কেজি করে চাল দেয়া হয়। তাছাড়া তিনি বিএনপি সমর্থিত হওয়ায় ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য তোফাজ্জল হোসেন সব সময় বিরোধিতা করেন। এজন্যই এ মিথ্যা অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সঙ্গে কথা হলে তিনি জানান, চাল আত্মসাতের অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে চাল আত্মসাতের ঘটনা প্রমাণিত হলে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এস এম এরশাদ/এমএএস/পিআর