দেশজুড়ে

টাঙ্গাইলে পঞ্চাশ গ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পঞ্চাশ গ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

তারা হলো, সূতি (১০) ও ভাই শোয়েব (৮)। দুইজনেই উপজেলার পঞ্চাশ গ্রামের সেলিম হোসেনের সন্তান। দুপুর ১২টার দিকে দুজনেই বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায় তারা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুরে জাল ফেলে বেলা আড়াইটার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

বিষয় নিশ্চিত করে গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, বেলা ১১টার দিকে সখীপুর উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় হাজী আবদুর রশিদ মিয়া নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষক হাজী আবদুর রশিদ মাস্টার যাদবপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে। তিনি কিছুদিন আগে নাইকানী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে অবসর গ্রহণ করেন।

নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী চৌরাস্তা বাজারে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি অটো তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়। দুপুর আড়াইটার দিকে সাভার এনাম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফ উর রহমান টগর/এমএএস/জেআইএম