দেশজুড়ে

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগ নেতা নিখোঁজ

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. হাসান আলী রেজা নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিষয়ে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হাসান আলী রেজা নিখোঁজ হওয়ার বিষয়ে তার ছোট ছেলে লিটু হাসান জানান, সোমবার সন্ধ্যার পর বাবা চা খাওয়ার জন্যে নিজ বাসা থেকে বের হন। সময় মতো বাসায় ফিরে না আসায় আমরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।

তিনি আরও জানান, হাসান আলী রেজা টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকার রোড নং- ৬, ব্লক- সি, বাড়ী নং- ৬৫ বাসায় বসবাস করেন। এ বিষয়ে টাঙ্গাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের বিষয়টি র্যাবকেও অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে অ্যাডভোকেট মো. হাসান আলী রেজার ভাই ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে কোনো কল যাচ্ছে না। নিখোঁজের পর থেকে সেটি বন্ধ রয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস