দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নেতা, মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মিঞা মো. হাসান আলী রেজার (৭৬) সন্ধান চেয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ ও তার পরিবার। আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
গত সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক।
এ সময় দলের কেন্দ্রীয় নেতা এটিএম সালেক হিটলু, সাবেক জেলা সভাপতি এএইচএম আব্দুল হাই, নিখোঁজের স্ত্রী রাবেয়া হাসান, মেয়ে মাহমুদা হাসান মিতু, ছেলে রাশেদুল হাসান টিটু ও মাহমুদুল হাসান লিটুসহ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান জানান, গত সোমবার (৮ জুলাই) অ্যাডভোকেট হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের সাবালিয়ার বাসা থেকে চা খাওয়ার জন্য বের হন। সেই থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই এলাকার একটি সিসি টিভি ক্যামেরার ফুটেজে পাওয়া তথ্যে তাকে হেলমেট ও রেইনকোর্ট পরিহিত এক যুবকের মোটর সাইকেলের পিছনে উঠে বসতে দেখা যায়। এ ঘটনায় তার পরিবারের লোকজন ও সংগঠনের নেতাকর্মীরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
এ সময় হাসান আলী রেজাকে দ্রুত ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা।
হাবিবুর রহমান জানান, হাসান আলী নিখোঁজের বিষয়টি র্যাবকেও অবহিত করা হয়েছে। তাকে উদ্ধারে সাদা ও পোশাকধারী পুলিশের পাশাপাশি র্যাবও কাজ করছে।
তিনি আরও বলেন, হাসান আলী নিখোঁজ হওয়ার ঘটনায় পর্যন্ত কেউ কোনো হুমকি দেয়নি অথবা চাঁদাও দাবি করেনি।
নিখোঁজের ভাই ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে কোনো কল যাচ্ছে না, নিখোঁজের পর থেকে সেটি বন্ধ রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, টাঙ্গাইল শহরের সাবালিয়ার ৭৬ বছর বয়সী অ্যাড. মিঞা মো. হাসান আলী রেজা নিখোঁজের ঘটনায় আজ (বুধবার) সকালে সন্দেহজনক এক যুবককে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
আরিফ উর রহমান টগর/এমএমজেড/এমকেএইচ