বিনোদন

প্রকাশ হলো সাব্বির নাসিরের গান তোমার হবো বলে

প্রকাশ হলো সাব্বির নাসিরের গান তোমার হবো বলে

সাইকেডেলিক এবং মেলোডি ব্লুজ গানকে হৃদয়ে লালন করে গানের আঙিনায় নাম লিখিয়েছেন সাব্বির নাসির। সম্প্রতি তিনি নিয়ে এলেন নতুন একটি গান। এর শিরোনাম 'তোমার হবো বলে'।

Advertisement

আবু সায়েম চৌধুরীর কথায় গানটির সুর সঙ্গীত করেছেন শফিক তুহিন।গানচিল মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে গানটি।

এর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটি প্রসঙ্গে তিনি বলেন, 'সাব্বির নাসিরের সাথে এটাই আমার প্রথম কাজ। কাজ করতে গিয়ে বুঝেছি তিনি দারুণ পারসোনালিটির একজন মানুষ। নিজের কাজের প্রতি অন্যরকম ভালবাসা ও বিশেষ ধরনের একরকম স্বকীয়তা আছে উনার।

আমাদের অল্প সময়ে গড়ে ওঠা পারস্পারিক সম্পর্ক আর ভিডিও নিয়ে ফলপ্রসূ আলোচনারই প্রতিফলন অ্যাকশন, থ্রিলার আর রোমান্টিক ধাঁচের মিউজিক ভিডিও 'তোমার হবো বলে'।

Advertisement

এই ধরনের চ্যালেঞ্জিং কাজ আমি সত্যি অনেক পছন্দ করি। আশা করছি দর্শক এই মিউজিক ভিডিও দেখে আনন্দ পাবেন।'

অন্যদিকে গানটির সুরকার শফিক তুহিন বলেন, 'সাব্বির নাসিরের সাথে আমারও এটা প্রথম কাজ। কাজ করতে গিয়ে দেখেছি তার গায়কীতে একটা নিজস্বতা রয়েছে। আমি আশা রাখি এই গানটি শ্রোতাদের অনেক অনেক ভালো লাগবে।'

ভিডিওটি পুরান ঢাকা ও সদরঘাট এলাকায় টানা দুই দিনব্যাপী শুট হয়েছে অত্যাধুনিক সিনেমাটিক টেকনোলজিতে। সম্পূর্ণ প্রোডাকশনের দায়িত্বে ছিলো সিনেআর্ট প্রোডাকশন। গানটি গানচিলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে খুব দ্রুতই ভিডিওসহ পৌঁছে যাবে দর্শকদের কাছে।

এলএ/এমকেএইচ

Advertisement