গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদর ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক সিরাজুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদরের গৃধারীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।সিরাজুল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভেলাগাড়ী গ্রামের মমতাজ আলীর ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলা শিবিরের সাবেক সভাপতি।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জাগো নিউজকে জানান, জামায়াত নেতা সিরাজুলের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। গোপন খবর পেয়ে দুপুরে গৃধারীপুর গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।অমিত দাশ/এমজেড/বিএ