দেশজুড়ে

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৪০) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, শনিবার রাত ৮টার দিকে ওই ব্যক্তি বাইসাইকেলে করে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ধরে যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বনপাড়াগমী একটি ট্রাকনিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মাথা থেঁতলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

এমবিআর/পিআর