দেশজুড়ে

তাস খেলার সময় ৯ জন গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে তাস খেলা অবস্থায় নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে বড়গোজা আমতলা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সলঙ্গা থানার বড়গোজা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে বাবুল খন্দকার (৪২), মৃত রওশন তালুকদারের ছেলে আবুল কালাম তালুকদার (৪৮), মৃত মফিজ উদ্দিনের ছেলে পলান (৩৬), মৃত ওযিমুদ্দিনের ছেলে বাহাজ উদ্দিন (৭০), মৃত তোরাপ ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৪৫), মৃত আব্দুল হামিদ শেখের ছেলে জেলহক (৪৭), আশরাফুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৮), মৃত রোস্তম আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৬) ও জহির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩২)।

সলঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়গোজা আমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাস খেলা অবস্থায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস