ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ যাত্রী। তাৎক্ষণিকভাবে কারো নাম ঠিকানা জানা যায়নি।শনিবার দুপুর ২টায় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি দুরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়া মারা যায় আরো দুজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রহস্থ বাস দুটি সড়কের দুমরে মুচরে পড়ে থাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাস দুটি সেখান থেকে সড়িয়ে নেয়ার পর মহাসড়ক সচল হয়। আল-মামুন/এমএএস/এমএস