ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া ১০৮ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন "আত্মীয়"।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ১৭টি দলে ভাগ হয়ে এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, আধা কেজি ডাল এবং একটি সাবান।
এসময় সিনিয়র সাংবাদিক দুলাল ঘোষ, শিক্ষক নেতা মৌসুমী আক্তার, আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী, সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, আত্মীয় সমন্বয়ক শেখ দীপু, এমআরআই রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
আত্মীয়ের প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী জানান, আত্মীয় সামাজিক দায়বদ্ধতা থেকেই রক্তদানসহ নানা সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। এর ধারাবাহিকতায় শুধু মাত্র সদস্যদের চাঁদায় করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষে মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। দেশের পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম চলমান থাকবে।
এমএএস/এমএস