অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম।
বৃহস্পতিবার জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল, চাপরতলা, ফান্দাউক, বুড়িশ্বর চারটি ইউনিয়নের দুই শত পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও সাবান।
বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার জন্য। এরই ধারাবাহিকতায় এ আয়োজন এবং সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান-রুবিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-মোজ্জামেল হক জুরান, ধরমন্ডলের ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফারুকজ্জামান ফারুক, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রমুখ।
এইউএ/এমএএস/এমকেএইচ