মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার (০৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইন্দ্রজিত দাস (৩৫)। তিনি হবিগঞ্জের মৃত চরণ দাসের ছেলে।
Advertisement
গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, গজারিয়া থানার চরবলাকির কাছে মেঘনা নদীতে ছোট নৌকাযোগে মাছ ধরার জাল ফেলার জায়গা নিয়ে দুই জেলের ঝগড়া হয়। একপর্যায়ে পিন্টু দাস বৈঠা দিয়ে ইন্দ্রজিতকে বাড়ি দেন। বাম পাশের কান বরাবর মাথায় আঘাত লাগলে ইন্দ্রজিৎ নদীতে পড়ে যান।
ডুবুরি দল দুপুর ১২টার দিকে তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। পিন্টু দাসসহ নৌকা আটক আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর
Advertisement