প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া খেটে খাওয়া মানুষগুলোর জন্য ‘কালকের ইনকাম আজকে নিলাম’ নামে ভিন্নধমী কার্যক্রম হাতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ‘আমরা ৯৫’ নামে একটি সংগঠন। এ কার্যক্রমের অংশ হিসেবে দুইজন অটোরিকশা চালকের হাতে দেয়া হয়েছে নগদ অর্থ সহায়তা।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে আখাউড়া উপজেলার রাধামাধব আখড়ায় ‘কালকের ইনকাম আজকে নিলাম’ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। এখন থেকে প্রতিদিন ২৫ জন করে কর্মহীন মানুষকে নগদ অর্থ সহায়তা দেবে সংগঠনটি।
এছাড়া একই অনুষ্ঠানে নিরাপদ দূরত্ব বজায় রেখে আঁকা বৃত্তের মাঝখানে দাঁড় করিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২১০ জন উপকারভোগীদের হাতে ১০ কেজি করে চাল ও নগদ অর্থ তুলে দেয়া হয়। উপকারভোগীদের মধ্যে ছিলেন রাজমিস্ত্রি, দিনমজুর, অটোরিকশা চালকসহ খেটে খাওয়া মানুষ।
এ সময় আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, আখাউড়া পৌরভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম