দেশজুড়ে

মৃত ব্যক্তিদের কার্ডে চাল তুলতে গিয়ে ইউপি সদস্য ধরা

টাঙ্গাইলে সাত মৃত ব্যক্তির নামে করা কার্ডে চাল উত্তোলনের চেষ্টার দায়ে এক ইউপি সদস্যকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জরিমানা করেন।

এ সময় ওই ইউপি সদস্যের কাছ থেকে ৭টি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত ছানোয়ার হোসেন উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন মৃত সাত ব্যক্তির নামে করা খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলনের চেষ্টা করছিলেন। এ সময় আমরা তাকে আটক করি।

নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে বেনামে তিনি চাল উত্তোলন ও আত্মসাৎ করে আসছিলেন। এ অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার মেম্বারশিপ বাতিলের সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর