জাতীয়

বাংলামোটরে বাসচাপায় দুজন নিহতের মামলায় চালক রিমান্ডে

রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাসটির চালক জাফর মোল্লার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৫ জুন) জাফর মোল্লাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। বাসচাপায় নিহতের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া এই রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার (৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলামোটর ট্রাফিক বক্স থেকে পুলিশ সদস্যরা গিয়ে বাসটি জব্দ করেন এবং জাফর মোল্লা নামে চালককে আটক করেন।

নিহতরা হলেন- সরিষার তেল বিক্রেতা মো. বেলায়েত (৫২) ও একটি কুরিয়ার সার্ভিসের কর্মী মকসুদুর রহমান (৪২)।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত ১ জুন আবারও চালু হয় বাস চলাচল। বাস চলাচলে স্বাস্থ্যবিধি মানা এবং শৃঙ্খলা আনার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। চালকরা আগের মতোই বেপরোয়াভাবে বাস চালাচ্ছেন।

জেএ/জেডএ/পিআর