রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) ভোর ৪টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাসের লাইনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
জেইউ/এমএসএইচ/এমএস