বিনোদন

ঈদে তৌসিফ ও লাবণ্যের গান

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। তার কণ্ঠে ‘বৃষ্টি ঝড়ে যায়’ গানটি দারুণ শ্রোতাপ্রিয়। এরপর আরও বেশ কিছু গান তিনি উপহার দিয়েছেন। তবে আজকাল খুব একটা নিয়মিত নন। গানের সঙ্গেই নিয়মিত থাকলেও ভক্তরা কমই পায় তার নতুন গান।

বিরতি ভেঙ্গে অনেকদিন পর তৌসিফ আসছেন নতুন গান নিয়ে। তরুণ গায়িকা ইয়াসমিন লাবণ্যকে নিয়ে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তিনি ‘তোমায় ঘিরে’ নামের একটি গানে। এ গানটির কথা লিখেছেন আব্দুল আউয়াল রিয়াজ, সুর করেছেন জিয়া উদ্দিন আলম। এর সংগীত পরিচালনা আছেন কাউসার খান।

কণ্ঠশিল্পী তৌসিফ এ গান নিয়ে বলেন, ‘আলম ভাইয়ের সঙ্গে আমি অনেক কাজ করেছি। তার ভিড়ে এই কাজটি ভিন্নমাত্রার আয়োজন। এই গানটির সুর শুনে ভালো লেগেছিল। বেশ শ্রুতিমধুর সংগীতায়োজনও হয়েছে গানটির। আশা করছি শ্রোতাদের পছন্দ হবে।’

গায়িকা ইয়াসমিন লাবণ্য জানান, গানটির টোটাল আয়োজন এক কথায় অসাধারণ ছিল। জনপ্রিয় গায়ক তৌসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। এ গানের সুরকার জিয়াউদ্দিন আলম বলেন, ‘তৌসিফ এর আগে আমার কথায় একটি গান করেছেন। সেই গানটির টাইটেল ছিলো ‘কান্না’। এই প্রথম আমার সুরে গাইলেন তিনি। ‘তোমায় ঘিরে’ শিরোনামে গানটি সবার ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।’

আসছে কোরবানি ঈদের আগেই গানটি জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানান আলম। তিনি বলেন, এছাড়াও এই গান ডিজিটালি প্রকাশ পাবে জিপি মিউজিক, রবি স্প্ল্যাশ, বাংলালিং ভাইব ও স্বাধীন মিউজিক অ্যাপে।

এলএ/পিআর