দেশজুড়ে

খাবারের খোঁজে লোকালয়ে হনুমান

নওগাঁর ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় দলছুট একটি হনুমানকে ঘুরতে দেখা গেছে। গত তিনদিন ধরে উপজেলার আড়ানগর ইউনিয়নের গোকুল ও সিংগারুল গ্রামে হনুমানটি বিচরণ করছে। অভুক্ত হনুমানকে খাবার দিচ্ছে এলাকাবাসী। হনুমানটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করছে। তবে এখনও কারও কোনো ধরনের ক্ষতি করেনি হনুমানটি। বর্তমানে হনুমানটি আড়ানগর এলাকা থেকে সিংগারুল এলাকায় অবস্থান করছে।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার দুপুরে ফুলবোন খড়শুকনা এলাকা থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গোকুল গ্রামে প্রবেশ করে হনুমানটি। তবে এটি কোথা থেকে এসেছে কেউ বলতে পারছেন না। আগত প্রাণিটি ঘুরছে খাবারের খোঁজে। কখনও ডালে, কখনও রাস্তায়, কখনও বাড়ির ছাদে ছুটে চলছে।

এলাকাবাসীর ধারণা, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে এটি পাশের সীমান্ত দিয়ে অথবা বৃষ্টিতে ভেসে দল ভেঙে দিশেহারা হয়ে চলে এসেছে এখানে। তবে হনুমানটির মধ্যে শান্ত ভাব বিরাজ করায় কারও ওপর হামলার ঘটনা ঘটেনি। অনেকে হাত বাড়িয়ে খাবার দিলে খাবার নিয়ে আবারও গাছের ডালে গিয়ে বসতে দেখা গেছে তাকে।

ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায় বলেন, ইতোমধ্যে হনুমানটি উদ্ধারের জন্য বন বিভাগকে জানানো হয়েছে। এছাড়া কেউ যেন হনুমানটির কোনো ধরনের ক্ষতি না করে সেজন্য এলাকাবাসীকে অনুরোধ করেছি।

আব্বাস আলী/এএম/জেআইএম