দেশজুড়ে

পাউবোর গাফিলতিতে বাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ পানিবন্দি

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতিতে এলানজানি নদীর বাঁধ ভেঙে টাঙ্গাইলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বুধবার (২৯ জুলাই) ভোররাতে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নওগাঁ এলাকায় বাঁধটি ভেঙে যায়। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডকে বার বার অবহিত করা হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ঘারিন্দা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল বলেন, বন্যার শুরু থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গত কয়েকদিন যাবত পানি বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ড কিছু বস্তা ফেললেও তা স্রোতে ভেসে যায়। পরে বুধবার ভোরে বাঁধ ভেঙে ওই এলাকাসহ পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার পাইকড়া ও বল্লা ইউনিয়ন এবং বাসাইল উপজেলার ফুলকি ও কাশিল ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ঘারিন্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল বারেক বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে প্রায় দুইশ ফুট বাঁধটি ভেঙে গেছে। আস্তে আস্তে ভাঙার পরিধি আরও বাড়ছে। ইতোমধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী বলেন, পানি উন্নয়ন বোর্ড সময় মতো কাজ করলে বাঁধটি রক্ষা করা যেত। ঘটনাস্থল পরিদর্শন করে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ভাঙা বাঁধের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ওই বাঁধে গত চার-পাঁচদিন যাবত কাজ চলছিল। গত রাত ১১টা পর্যন্ত কাজ করা হয়েছে। পরে রাত ৩টায় বাঁধটি ভেঙে যায়। পানি শুকিয়ে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর