দেশজুড়ে

রাস্তার পাশে পড়ে আছে দুই বন্ধুর গলাকাটা লাশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুড়িগ্রামের চিলমারী উপজেলার শান্তিনগর রমনা গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে মাসুদ রানা (২৮) ও রংপুরের কোতোয়ালি উপজেলার চানবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন মিয়া (২৮)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে গাজীপুরের চক্রবর্তী যাচ্ছিলেন।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, হয়তো সারারাত মোটরসাইকেল চালিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েন। সকালের দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ওই স্থানে উল্টে যায়। এ সময় বৈদ্যুতিক খুঁটির টানা দেয়া তারের সঙ্গে বাধাপ্রাপ্ত হয়ে গলায় আঘাত পেয়ে তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, মাসুদ রানা গাজীপুরের কাশেমপুর শারাবহ চক্রবর্তী এলাকার গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানায় ১২ বছর ধরে চাকরি করেন। আর মামুন মিয়া চক্রবর্তী এলাকার মুদি দোকানি। ঈদের ছুটি শেষে মাসুদ শুক্রবার সন্ধা ৭টায় চিলমারি থেকে মোটরসাইকেল নিয়ে চক্রবর্তীর উদ্দেশ্যে রওনা দেন।

রাত সাড়ে ৮টার দিকে চানবাড়ি গ্রাম থেকে বন্ধু মামুনকে মোটরসাইকেলে উঠিয়ে যাত্রা করেন। শনিবার সকালে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পানিতে পরে দুই বন্ধুর মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে তারা মরদেহ দুটি উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় তাদের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

খবর পেয়ে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান, টাঙ্গাইলের ডিবি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এস এম এরশাদ/এএম/জেআইএম