প্রবাস

কক্সবাজারে নির্যাতিত সেই সাংবাদিকের পাশে ইতালি প্রবাসীরা

কক্সবাজারে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার পাশে দাঁড়িয়েছে ইতালি বাংলা প্রেসক্লাব। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের নির্যাতন, হামলা-মামলার শিকার হন এ সাংবাদিক। ফরিদুলের চিকিৎসার জন্য প্রবাসী সাংবাদিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার জন্য ফান্ড সংগ্রহের উদ্যোগ নিলে সাড়া দেয় ইতালি বাংলা প্রেসক্লাব।

তার চিকিৎসার জন্য রোমে প্রবাসী সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দ ও নিজেদের সমন্বয়ে ৩৫ হাজার টাকা সাংবাদিক ফরিদুলের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ফান্ড সংগ্রহের সময় উপস্থিত ছিলেন- ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সহ-সভাপতি আফজাল হোসেন রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন।

প্রেসক্লাবের আহ্বানে আর্থিক সহায়তা করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মুনসুর আহমেদ শিপু, ফার্স্ট সিকিউরিটি মানি এক্সচেঞ্চ কোম্পানি এসআরএল ইতালি, ব্যবসায়ী আমিনুল ইসলাম বাতেন, ইতালি মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, আওয়ামী লীগ নেতা ইকবাল ঢালী, নিউ প্রাইম সার্ভিস।

ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন বলেন, আমাদের ইচ্ছা ছিল বড়ধরনের সহযোগিতা করার, তবে করোনায় তা সম্ভব হয়নি। যতটুকু পেরেছি ব্যবস্থা করেছি।

মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় মহাসচিব বলেন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে প্রবাসী সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এমআরএম/জেআইএম