খান মুহাম্মদ রুমেল
বারুদগন্ধী রাজপথে রক্ত ঝরানো যুবকআজ মিইয়ে যাওয়া হাওয়াই মিঠাই।মিছিলে স্লোগানেটগবগে তরুণের কাঁধে পুঁজিবাদের জোয়াল চাপিয়েবিপ্লবের স্বপ্ন আঁকে লোভী আহাম্মক!
সাম্যের আগুন নেভালো কে?তালাশ করে হয়রান অচেনা আগন্তুক।
দীপশিখা জ্বেলে রেখে এখনো অপেক্ষায়...কোন সুদূর?
সম্মিলিতের যৌথ জীবনআবার হাসুক রূপশালী ধানে।
প্রজন্মের অপেক্ষা...ব্যর্থ নয়।তেজ ফিরে পাক মিছিলের স্লোগান।
আবার জ্বলুক শিখা, উজ্জ্বলবিপ্লব সে তো আসবেই।
এসইউ/এএ/পিআর