কক্সবাজার সদরের খরুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্তমানে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে সদরের ঝিলংজার ৯নং ওয়ার্ডের খরুলিয়া মুন্সিপাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী রাসেল রহমান (২১) একই এলাকার প্রতিবন্ধী হাবিবুর রহমানের ছেলে ও ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহত শিক্ষার্থীর মা জাহানারা বেগম জানান, তাদের বাড়ির পার্শ্ববর্তী মৃত মকবুল মিস্ত্রির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতভিটার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার দুপুর ২টার দিকে বাড়ির উঠানে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যাপারে সামান্য কথা কাটাকাটি হলে পূর্ব শত্রুতার জেরে মকবুলের ছেলে মো. ইউনুস, মো. কবির ও মো. শফি তিন ভাইসহ একদল দুর্বৃত্ত বাড়ির ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
এ সময় তাদের বাধা দিলে ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে রাসেলকে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে এলাকাবাসী জানান, স্থানীয় মকবুল মিস্ত্রির ৭ ছেলে এলাকার মানুষের ওপর প্রতিনিয়তই অত্যাচার চালিয়ে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, আহত শিক্ষার্থীর পরিবার হতদরিদ্র। তার বাবা একজন প্রতিবন্ধী। গ্রামবাসীর দেয়া চাঁদার টাকায় ছেলেটি পড়ালেখা করে। তার ওপর হামলা ও পরিবারটির সঙ্গে এমন নিষ্ঠুর ঘটনাটি মেনে নেয়া যায় না। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গীয়াস বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম