এখন থেকে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা আড়ং এ বিশেষ ছাড় পাবেন। গ্রামীণফোন এবং আড়ং এর যৌথ প্রচারণায় স্টার গ্রাহকরা আগামী একমাস ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং খুলনায় অবস্থিত আড়ং এর ১৫টি শাখার সবক`টিতে পণ্য ক্রয়ে শতকরা ১০ ভাগ ছাড় পাবেন। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।গ্রামীণফোন শনিবার ব্র্যাকের প্রতিষ্ঠান আড়ং এর সাথে এই চুক্তি স্বাক্ষর করে। গ্রামীণফোনে ডিরেক্টর প্রোডাক্ট হাসিবুল হক এবং আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুর রউফ এই মাস ব্যাপি (১৪ নভেম্বর-১৫ ডিসেম্বর) প্রচারণার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।এই প্রচারণার অধীনে পোশাক, উপহার, অ্যাসেসরিজ, জুতা, ঘর সাজানেরা সামগ্রী, নকশী কাঁথা, বিবাহের সামগ্রী এবং আসবাবপত্র ক্রয়ে ছাড়া পাওয়া যাবে।আরএম/এসকেডি/আরআইপি