বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক বন্ধ ঘোষণার এক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) মোটর মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতা এ ঘোষণা দেন। দুপুর ১টা থেকে অবরোধ ডাক দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘মোটর মালিক সমিতির কমিটি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আজ আমার অফিসে আসেন। তিনি অফিস দখলের জন্য অফিসে এসেছিলেন। কিন্তু এভাবে উনি আমার অফিসে যেতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘মামলার তারিখ ছিল গত মঙ্গলবার, বিচারপতি অসুস্থ থাকায় ওইদিন বসতে পারেননি। হয়ত আগামী মঙ্গলবার অথবা বুধবার বিচারপতি বসবেন। হাইকোর্টে মামলা চলাকালীন এডিএম আমার অফিসে যেতে পারেন না।’
জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলে, ‘এডিএম আইন বহির্ভূতভাবে মোটর মালিক সমিতির কাযার্লয়ে তালা ঝুলিয়ে দেন। হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে। এ অবস্থায় এডিএম কোনোভাবেই এটি পারেন না।’
আব্দুল মতিন বলেন, ‘আপাতত আমরা অবরোধ তুলে নিয়েছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।’
জানতে চাইলে এডিএম সালাহউদ্দিন আহমেদ বলেন, গত ৬ জানুয়ারি মোটর মালিক গ্রুপের নির্বাচন করার দায়িত্ব পাই। নির্বাচন সুষ্ঠু করতে শহরের চারমাথা এলাকার মোটর মালিক গ্রুপের অফিসে তালা দেয়া হয়।
তিনি বলেন, ‘মোটর মালিক গ্রুপের সঙ্গে কোনো দ্বন্দ্বের বিষয় নয় এটি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সেখানে যাওয়া। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে এ নিয়ে বৈঠক করা হবে।’
জেলা প্রশাসনের এমন আশ্বাসের পর মোটর মালিক গ্রুপ অবরোধ প্রত্যাহার করে নেয়।
এএইচ/জিকেএস