পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় নেতাকর্মী নিয়ে উভয় দলের প্রার্থীরা সোমবার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার দুপুর ১২টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার মো. আবদুর রশিদ উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে দলীয় মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন।
অপরদিকে বেলা ১১টার সময় বিএনপি মনোনীত প্রার্থী হাজী হুমায়ুন শিকদার দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটানিং অফিসারের কাছে মেয়রপদে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মো. মোশারেফ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা মোহাম্মদ সেলিম মিয়া মেয়রপদে মনোনয়নপত্র জমাদেন (হাতপাখা) প্রার্থী হিসেবে। এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়রপদে মনোনয়নপত্র জমা দেন মো. দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী। কলাপাড়া পৌরসভা কমিশনার প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। মেয়র ৪, সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন এবং সাধারণ কাউন্সিলর সদস্য ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ উপস্থিত ছিলেন।
কলাপাড়া পৌরসভা সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌরসভা যাত্রা শুরু হয় ১লা মার্চ ১৯৯৭ সালে। ৯টি ওর্য়াড নিয়ে গঠিত পৌরসভার আয়তন ৩,৭৫ বর্গ কিলোমিটার। গ্রাম রয়েছে ২৯টি। বর্তমান জনসংখ্যা ১৯৭৮২.০০ জন। মোট ভোটার সংখ্যা পুরুষ ৯৯৪৪.০০ ও মহিলা ৯৮৩৮.০০ জন।
৯ সেপ্টেম্বর ২০১৫ সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে মর্যাদা লাভ করে। এরপর থেকেই দীর্ঘ সময় পৌরসভার কার্যক্রম চলে আসছিল নির্বাচিত মেয়র দিয়ে। বর্তমানে ৩,৭৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ১৯ হাজার ৭৮২ জন ভোটার নিয়ে হতে যাছে নির্বাচন।
কাজী সাঈদ/এমআরএম/এমএস