সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বুলবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ৪৫৯ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র মেয়রপ্রার্থী নার্গিস সুলতানা জগ প্রতীকে পেয়েছেন এক হাজার ৬৮৮ ভোট।
কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, পৌরসভার ৯টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ধানের শীষের মেয়রপ্রার্থী শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী নার্গিস সুলতানা দুপুরেই ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়াও পৌরসভার কাউন্সিলর প্রার্থী আসাদ খান, রফিকুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম ভোট বর্জন করেছেন।
নির্বাচনে মেয়র পদে তিনজন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও তিনটি সংরক্ষিত আসনে ১৩ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এএএইচ//এমকেএইচ